বিশ্বজয়ী হাফেজ তারিকুলকে খালেদার ঈদ উপহার

আরটভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৯ জুন ২০১৭ , ০৯:৫১ এএম


বিশ্বজয়ী হাফেজ তারিকুলকে খালেদার ঈদ উপহার

আন্তর্জাতিক হলি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বিশ্বজয়ী হওয়ায় বাংলাদেশি কিশোর হাফেজ তারিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া এই হাফেজকে কিছু ঈদ উপহারও প্রদান করেছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা ও ঈদ উপহার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন তারিকুল ইসলামের শিক্ষক হাফেজ কারি নেছার আহমদ আনসারী, হাফেজ মাওলানা কারি রহমতুল্লাহ, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শাহ নেছারুল হক।

বিজ্ঞাপন

দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক হলি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় ১০৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি কিশোর হাফেজে কুরআন তারিকুল ইসলাম। গেলো বৃহস্পতিবার পুরস্কার হিসেবে তার হাতে বাংলাদেশি ৬০ লাখ টাকার অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন দুবাইয়ের শাসক শেখ আহমাদ বিন রাশেদ আল মাখতুম।

হাফেজ তারিকুল ইসলাম হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

অনুষ্ঠানে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষে বক্তৃতা করেন মক্কার গভর্নর শেখ আহমদ বিন আব্দুল আজিজ বিন আলী শেখ, ইমাম ড. আব্দুলাহ আলী বাসপারসহ মিসর, বাহরাইন, ইয়েমেনসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন মিসর, বাহরাইন, সৌদি আরব, দুবাই ইয়েমেনসহ বিভিন্ন দেশের বিখ্যাত হাফেজ ও কারিরা।

বিজ্ঞাপন

হাফেজ তরিকুলের এ বিজয় মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বের মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। গালফ নিউজসহ বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে স্পেশাল রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশি ১৩ বছরের কিশোর হাফেজের কৃতিত্বকে বিস্ময়কর হিসেবে তুলে ধরা হয়েছে।

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission